টালিউডের জনপ্রিয় জুটি দেব ও শুভশ্রী গাঙ্গুলী দীর্ঘ ১০ বছর পর আবারও বড় পর্দায় ফিরেছিলেন বহুল আলোচিত সিনেমা ‘ধূমকেতু’র মাধ্যমে। ১৪ আগস্ট মুক্তির পর থেকে ছবিটি টালিউডে একের পর এক রেকর্ড গড়ছে।
তবে সিনেমার সাফল্যের আনন্দের মাঝেই বিতর্ক ছড়িয়েছে দেবের একটি মন্তব্য ঘিরে। এক সাক্ষাৎকারে তাঁকে প্রশ্ন করা হয়, যদি ‘ধূমকেতু’ ২০২৫ সালে নির্মিত হতো তবে তিনি শুভশ্রীকে নায়িকা হিসেবে নিতেন কি না? উত্তরে দেব বলেন, শুভশ্রী ইতোমধ্যেই “দুই বাচ্চার মা”, ফলে তাঁর মুখের ইনোসেন্স বা সারল্য নষ্ট হয়ে গেছে। তাই নায়িকা হিসেবে নয়, বরং কোনো পার্শ্ব চরিত্রে নিলেও নিতে পারতেন।
নায়কের এমন মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন শুভশ্রী গাঙ্গুলী। ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, “কী বলি? একটা সেন্সেবল মানুষ কীভাবে এ ধরনের কথা বলে? আমার পার্শ্ব চরিত্র করতে কোনো সমস্যা নেই। আমি মা হয়েছি, সন্তান করেছি—আমার কাছে চরিত্রটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। কিন্তু ২০২৫ সালে দাঁড়িয়ে এরকম অসম্মানসূচক মন্তব্য, যেখানে তুমি আমার সঙ্গে ছবির প্রচার করছ, সেটা কিভাবে সম্ভব?”
এমন প্রশ্নে শুভশ্রীর উত্তরে প্রকাশ পেয়েছে আক্ষেপও। সাংবাদিকরা তাঁকে জিজ্ঞেস করেন, ভবিষ্যতে কি আবার দেব-শুভশ্রীকে একসঙ্গে দেখা যাবে? উত্তরে নায়িকা খানিকটা কড়া সুরেই বলেন, “বাবা, আমি এসব জানি না। মা হয়ে গেছি, মুখে সারল্য নেই।”
প্রসঙ্গত, দেব-শুভশ্রী একসময় শুধু পর্দায় নয়, বাস্তব জীবনেও ছিলেন অন্যতম আলোচিত জুটি। তাঁদের প্রেমের সম্পর্ক ছিল ইন্ডাস্ট্রির ওপেন সিক্রেট। কিন্তু মতের অমিল থাকায় বিচ্ছেদ ঘটে। তবু বিচ্ছেদের পরও তাঁরা একসঙ্গে কাজ করেন ‘ধূমকেতু’তে, যা এখন আলোচনার কেন্দ্রবিন্দু।
বিডি প্রতিদিন/আশিক