ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) সেন্ট লুসিয়া কিংসের ওপেনার টিম সাইফার্ট ৪০ বলে সেঞ্চুরির কাছাকাছি গিয়ে ঝড়ের মতো ইনিংস খেলেন। রবিবার অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনসের বিপক্ষে ৬ উইকেটে জয় তুলে নেয় দলটি। ২০৫ রানের লক্ষ্য তারা মাত্র ১৩ বল বাকি থাকতে ছুঁয়ে ফেলে।
সাইফার্টের অসাধারণ ইনিংসে ছিল ৫৩ বলে ১২৫ রান, যেখানে ছিল ৯টি ছক্কা ও ১০টি চার। ম্যাচের শুরুতেই তিনি ছক্কা মেরে তাণ্ডব শুরু করেন। প্রথম ওভারে ইমাদ ওয়াসিমের ‘নো’ বলটি ফ্রি হিটে ছক্কা দিয়ে ঝড়ের সূচনা করেন কিউই ব্যাটসম্যান। এরপর জেডেন সিলসের পরের ওভারে তিন বলে এক ছক্কা ও দুটি চার হাঁকান তিনি। সাকিব আল হাসানের কিছু সুযোগে বেঁচে থাকার পর তিনি থামেননি এবং ষষ্ঠ ওভারে বাঁহাতি স্পিনারকে চড়াও হয়ে ২৪ রান নেন।
চতুর্থ ওভায় স্লগ সুইপ করতে গিয়ে আকাশে বল তুলে দেন সাইফার্ট। তিনজন ফিল্ডার ছুটে গেলেও ক্যাচ নিতে পারেনি কেউ, যা তাকে জীবনের দ্বিতীয় সুযোগ এনে দেয়। এই সুযোগকে কাজে লাগিয়ে সাইফার্ট ৪০ বলে তিন অঙ্ক স্পর্শ করেন এবং মঞ্চ তৈরি করেন আন্দ্রে রাসেলের পাশে দাঁড়ানোর।
২০১৮ সালে অ্যান্ড্রে রাসেল সিপিএলে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েছিলেন ৪৯ বলে। সেই ইনিংসে ১৩ ছক্কা ও ৬ চারে তিনি ১২১ রান করে অপরাজিত ছিলেন। রাসেলের এই রেকর্ডের খুব কাছে পৌঁছেছেন সাইফার্ট।
সাইফার্টের ঝড়ের কারণে মাত্র ২০৬ রানের লক্ষ্যও বেশ চাপা পড়ে যায় ফ্যালকনসের। সাকিব আল হাসান ২৬ বলে ৬১ রান করেন এবং বল হাতে ২ ওভারে ৩২ রান দিয়ে উইকেটশূন্য থাকেন। তবে সাকিবের বলেই সাইফার্ট আকাশে বল তুলে দেন, যেখানে ক্যাচ নেওয়ার সুবর্ণ সুযোগ ছিল। যদি সেটা সফল হতো, তবে খেলার চিত্র অন্যরকম হতে পারত।
শেষ ওভারে সাইফার্ট আরও একটি ছক্কা মেরে দলের জয় নিশ্চিত করেন এবং টি-টোয়েন্টিতে নিউ জিল্যান্ডের এই কিপার-ব্যাটসম্যানের এটি চতুর্থ সেঞ্চুরি।
বিডি প্রতিদিন/মুসা