গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেলের (আইকিউএসি) আয়োজনে রবিবার অনুষ্ঠিত হলো অ্যাক্রেডিটেশন স্বীকৃতির জন্য “কোর্স ডকুমেন্টেশন ও ফাইল ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ”।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাকৃবির উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান। বিশ্ববিদ্যালয়ের পরিচালক (আইকিউএসি) প্রফেসর ড. নাসরীন আক্তার আইভীর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপ-উপাচার্য প্রফেসর ড. এম. ময়নুল হক, ট্রেজারার প্রফেসর ড. মো: সফিউল ইসলাম আফ্রাদ, আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ শরীফ রায়হান, গাকৃবির অ্যাক্রেডিটেশন কমিটির সদস্য প্রফেসর ড. শেখ শামীম হাসান প্রমুখ।
আলোচনা শেষে প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের মধ্যে কোর্স ডকুমেন্ট ফাইল তুলে দেন উপাচার্য। পরে অন্যান্য স্পিকারগণ প্রশিক্ষণে স্ব-স্ব অংশে অ্যাক্রেডিটেশনের কোর্স ডকুমেন্টেশন বিষয়ক শিক্ষার পরিকল্পনা, কাঠামো, পদ্ধতি, মূল্যায়ন প্রক্রিয়া ও শিক্ষার্থীদের অর্জিত দক্ষতা সম্পর্কে পূর্ণাঙ্গ তথ্যাদি এবং ফাইল কমপ্লায়েন্স বিষয়ক সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টেশন, তথ্য যথাযথভাবে সংরক্ষণ, প্রক্রিয়াকরণসহ প্রোগ্রাম লার্নিং আউটকামস (পিএলও) কোর্স লার্নিং আউটকামস (সিএলও) অর্জন ও ভবিষ্যতের অগ্রগতি বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
এ প্রশিক্ষণের মূল উদ্দেশ্য ছিল বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষাক্রম ও শিক্ষা কার্যক্রমকে জাতীয় এবং আন্তর্জাতিক অ্যাক্রেডিটেশন সংস্থাগুলোর মানদণ্ড অনুযায়ী সুশৃঙ্খলভাবে নথিভুক্ত ও দালিলিকভাবে প্রমাণযোগ্য করে তোলা।
বিডি প্রতিদিন/এএম