সম্প্রতি এক যুবকের অদ্ভুত রাগ প্রকাশ ঘটেছে সামাজিক মাধ্যমে ভাইরাল একটি ভিডিওতে, যেখানে দেখা যাচ্ছে প্রেমিকার ফোন একটানা ব্যস্ত থাকার কারণে রেগে গিয়ে তিনি ইলেকট্রিক পোস্টে উঠে একের পর এক বিদ্যুতের তার কেটে দিচ্ছেন। এর ফলে প্রেমিকার পুরো গ্রাম মুহূর্তেই বিদ্যুৎবিহীন হয়ে পড়ে।
ভিডিওতে দেখা গেছে, যুবকটি লোহার তার কাটার যন্ত্র হাতে নিয়ে পোস্টে উঠে তড়িৎ তার কেটে দিচ্ছেন। তার এই আচরণে শুধু প্রেমিকার ফোনে মনোযোগ ফিরে আসেনি, বরং পুরো এলাকার বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। এই ভিডিওটি কোথাকার তা স্পষ্ট না থাকলেও, ঘটনার তীব্রতা নেটিজেনদের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।
নেটিজেনরা এই ঘটনাকে নানা রকম কমেন্টের মাধ্যমে মজার ছলে তুলে ধরেছেন। কেউ লিখেছেন, ‘অনেক প্রেমিক দেখেছি, কিন্তু এমন পাগল প্রেমিক প্রথম দেখছি।’ অন্য একজন মন্তব্য করেছেন, ‘প্রেমে অন্ধ বলে কথা, এখন তো পুরো গ্রাম অন্ধ।’ কেউ আবার বলছেন, ‘সাধারণত প্রেমিকরা নিজের হাতের শিরা কাটে, এই তো গোটা গ্রামের বিদ্যুৎ সরবরাহই বন্ধ করে দিল।’
এ ধরনের ঘটনা নতুন নয়। ২০২২ সালে ভারতের বিহারের পূর্ণিয়া জেলার গণেশপুর গ্রামে এক ব্যক্তি গোপনে বান্ধবীর সঙ্গে রাতের অন্ধকারে দেখা করার জন্য আশেপাশের এলাকার বিদ্যুৎ সরবরাহ বন্ধ করতেন। স্বাভাবিকভাবে বিদ্যুৎ থাকা সত্ত্বেও ওই গ্রামে প্রতিদিন দুই থেকে তিন ঘণ্টা করে ব্ল্যাকআউট থাকত। পরে স্থানীয়রা তার রহস্য উদঘাটন করলে চমকে ওঠেন।
বিডি প্রতিদিন/মুসা