কুমিল্লা কারাগারে বন্দি দুই ভাইকে দেখতে এসে গাঁজাসহ আটক হয়েছে অপর ভাই। এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটক সফিককে (৬০) এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। গতকাল কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের চেকপোস্টে এ ঘটনা ঘটে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কুমিল্লা জেলা প্রশাসন কার্যালয়ে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রতন কুমার দত্ত। সফিক জেলার চান্দিনা উপজেলার রূপনগর গ্রামের ছাদেক মিয়ার ছেলে।
কারাগারের সিনিয়র জেল সুপার হালিমা খাতুন বলেন, বন্দি ইয়াছিন ও ইসমাইলের সঙ্গে দেখা করতে আসেন তাদের ভাই সফিক। চেকপোস্টে দায়িত্বরত কারারক্ষীদের সন্দেহ হলে তার দেহ তল্লাশি করা হয়। এ সময় তার কাছ থেকে পাঁচ গ্রাম গাঁজা জব্দ করা হয়। মাদক সেবনের অভ্যাস রয়েছে বলে তিনি স্বীকার করেছেন। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে দণ্ড দেওয়া হয়।