জাতীয়করণ দাবির আন্দোলনে ১৮ দিন পর আগামী রবিবার জাতীয় প্রেস ক্লাব টু যমুনা অভিমুখে লংমার্চের ঘোষণা করেছেন ইবতেদায়ি শিক্ষকরা। গতকাল বিকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচির ঘোষণা দেন শিক্ষক নেতারা। দেশের সব স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণ না হওয়ায়, দাবি আদায়ে আন্দোলন অব্যাহত রেখেছেন তারা। দাবি পূরণ না হলে বোর্ড পরীক্ষায় শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনসহ সব কার্যক্রম বন্ধ থাকবে বলেও হুঁশিয়ারি দেন আন্দোলনরতরা। দাবি আদায়ের আন্দোলনে এর আগে গত বুধবার সচিবালয় অভিমুখে ইবতেদায়ি শিক্ষকদের আন্দোলনে সাউন্ড গ্রেনেড ও জলকামান নিক্ষেপ করে পুলিশ। এরপরও আন্দোলন থামেনি তাদের। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরণ অনশনে যাওয়ার হুঁশিয়ারি দেন ইবতেদায়ি শিক্ষকরা।
অবিলম্বে জাতীয়করণ দাবি মেনে নেওয়ার দাবি জানিয়ে আন্দোলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মো. সামছুল আলম বলেন, ইবতেদায়ি শিক্ষকদের জাতীয়করণ দাবি মেনে নিতে হবে। আন্দোলনকারী শিক্ষকদের ওপর পুলিশি হামলায় আহতদের চিকিৎসা ও পুলিশদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।