খুলনার রূপসায় নির্বাচনি প্রচারণাকে ঘিরে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই পক্ষের কমপক্ষে নয়জন আহত হয়। গতকাল উপজেলার কাজদিয়া বাজারে সংঘর্ষে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- শান্ত শেখ, শাহজাহান ইমরান, শাহাজাদা, মেহেদী হাসান বুলু, জাহিদুল ইসলাম ও ইমরান শেখসহ নয়জন। আহতদের রূপসা স্বাস্থ্য কমপ্লেক্সে ও খুলনা নগরীর পপুলার ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসা দেওয়া হয়।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুই পক্ষকে নিবৃত করে। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।