পে-কমিশনের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোটের প্রতিনিধিদল এমপিওভুক্ত শিক্ষকদের সর্বনিম্ন বেতন ৩০ হাজার টাকা ও সর্বোচ্চ বেতন ১ লাখ ৫৬ হাজার টাকা করাসহ ১০ দফা প্রস্তাব পেশ করেছেন। এর মধ্যে রয়েছে মূল বেতনের সমপরিমাণ উৎসব ভাতা বা বোনাস প্রদান। বিএড আইন বাতিল, কমিটি প্রথা বিলুপ্ত, শিক্ষক-কর্মচারীদের রেশন সুবিধায় অন্তর্ভুক্ত, শ্রান্তি বিনোদন ভাতা প্রদান, এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ এবং অবসর ফান্ড ও কল্যাণ ট্রাস্টের টাকা অবসরের ছয় মাসের মধ্যে প্রদান।
গতকাল সচিবালয়ে অনুষ্ঠিত পে-কমিশনের সঙ্গে মতবিনিময় সভায় এ প্রস্তাব তুলে ধরেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোট। এ সময় জোটের প্রতিনিধিদলে ছিলেন অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী, অধ্যক্ষ মাইন উদ্দীন, মতিউর রহমান, হাবিবুল্লাহ রাজু প্রমুখ। এদিকে মূল বেতনের ওপর শতাংশ হারে বাড়িভাড়া বাড়ানোর চূড়ান্ত সুখবর পেলেন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। ১ নভেম্বর থেকে এমপিওভুক্ত শিক্ষকদের সাড়ে ৭ শতাংশ হারে (সর্বনিম্ন ২০০০ টাকা) বাড়িভাড়া ভাতা দেওয়া হবে। শিক্ষা মন্ত্রণালয় এ সংক্রান্ত চিঠি চিফ অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসারের কার্যালয়ে পাঠিয়েছে।
এতে বলা হয়েছে, ভাতা দেওয়ার ক্ষেত্রে সব আর্থিক বিধিবিধান অবশ্যই পালন করতে হবে এবং এ ভাতা-সংক্রান্ত ব্যয়ে ভবিষ্যতে কোনো অনিয়ম দেখা দিলে বিল পরিশোধকারী কর্তৃপক্ষ এ অনিয়মের জন্য দায়ী থাকবেন।