রংপুরের মিঠাপুকুর উপজেলায় চুরির অপবাদ দিয়ে সোহেল রানা (২৫) নামে এক যুবককে নির্যাতন করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। বুধবার উপজেলার মিলনপুর ইউনিয়নের তরফশাদি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সোহেল উপজেলার পূর্ব বড়বালা গ্রামের আজাদুল ইসলামের ছেলে। পেশায় কৃষক সোহেলের দুটি সন্তান রয়েছে। নিহতের স্বজন ও পুলিশ সূত্রে জানা গেছে, ২৭ অক্টোবর সন্ধ্যায় সোহেল রানা তার বন্ধুকে নিয়ে উপজেলার বালুয়া বন্দরে যান। সেখানে স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য আশরাফুল ইসলামসহ কয়েকজন মিলে সোহেলকে মোটরসাইকেল চুরির অভিযোগে আটক করেন। এরপর তাকে মিলনপুর গ্রামে একটি বাড়িতে নিয়ে পাশবিক নির্যাতন করা হয়। একপর্যায়ে তার বাবার কাছে ২০ হাজার টাকা চাঁদা দাবি করা হয়। টানা তিন দিন নির্যাতনের পর গত বুধবার রাতে সোহেলকে তার বাবার কাছে তুলে দেওয়া হয়। গুরুতর আহত অবস্থায় ফিরিয়ে নেওয়ার পথে মৃত্যু হয় সোহেলের। পুলিশ জানায়, অপরাধীদের করে আইনের আওতায় আনা হবে।