হারারে স্পোর্টস ক্লাব মাঠে অনুষ্ঠিত দুই ম্যাচের ওয়ানডে সিরিজে দারুণ ক্রিকেট খেলেই জিম্বাবুয়েকে ২-০ ব্যবধানে হারিয়ে সিরিজ নিজেদের করে নিল শ্রীলঙ্কা। রবিবার (৩১ আগস্ট) সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচে স্বাগতিকদের ৫ উইকেটে হারায় সফরকারীরা। শেষ ওভারে রোমাঞ্চ ছড়ানো এই ম্যাচে ৩ বল হাতে রেখেই জয় তুলে নেয় শ্রীলঙ্কা।
টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে জিম্বাবুয়ে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৭৭ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ দাঁড় করায়। দলটির পক্ষে ওপেনার বেন কারান করেন ৭৯ রান, আর শেষ দিকে সিকান্দার রাজা ৫৫ বলে ৫৯ রান করে অপরাজিত থাকেন।
এছাড়া ক্লাইভ ম্যাডান্ডে করেন ৩৬ এবং ব্রায়ান বেনেট ও ব্রেন্ডন টেইলর যথাক্রমে ২১ ও ২০ রান করেন। শ্রীলঙ্কার পক্ষে দুশমান্থা চামিরা নেন ৩ উইকেট এবং অসিথা ফার্নান্দোর শিকার ২টি।
২৭৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শক্তিশালী শুরু পায় শ্রীলঙ্কা। ওপেনিংয়ে পাথুম নিসাঙ্কা ও নুয়ানিদু ফার্নান্দো যোগ করেন ৪৮ রান। এরপর নিয়মিত বিরতিতে কিছু উইকেট হারালেও এক প্রান্ত আগলে রেখে দুর্দান্ত এক সেঞ্চুরি হাঁকান নিসাঙ্কা। তার ব্যাট থেকে আসে ১৩৬ বলে ১২২ রান।
চতুর্থ উইকেট জুটিতে নিসাঙ্কার সঙ্গে ৮৭ বলে ৯০ রানের মূল্যবান জুটি গড়েন চারিথ আসালাঙ্কা। ইনিংসের শেষভাগে এসে এনগারাভার বলে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরার আগে আসালাঙ্কা করেন ৬১ বলে ৭১ রান।
শেষ ১২ বলে দরকার ছিল ১২ রান। চাপের মুহূর্তে এনগারাভার ওভারে একটি চার ও একটি উইকেট আসে। তবে শেষ ওভারে কামিন্দু মেন্ডিসের ব্যাটে জয় নিশ্চিত হয়। ৩ বল হাতে রেখেই ৫ উইকেটে ম্যাচ জিতে নেয় শ্রীলঙ্কা।
দুই ম্যাচের এই ওয়ানডে সিরিজে শ্রীলঙ্কা অপরাজিত থেকে ২-০ ব্যবধানে সিরিজ জেতে। প্রথম ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ায় দ্বিতীয়টি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিসাঙ্কার অসাধারণ সেঞ্চুরি এবং বোলিংয়ে চামিরার কার্যকর পারফরম্যান্স শ্রীলঙ্কার জয়ের মূল ভিত্তি গড়ে দেয়।
বিডি প্রতিদিন/মুসা