তফের আলী মণ্ডলের বয়স ১৩০ বছর। নওগাঁর মান্দার ভালাইন ইউনিয়নের লক্ষ্মীরামপুর গ্রামে রাস্তার পাশে সরকারি জমিতে তৈরি এক নড়বড়ে ঘরে থাকেন। হাড্ডিসার দেহ, চলার শক্তি নেই বললেই চলে। ঘরে খাট বা চৌকি কিছুই নেই। স্যাঁতসেঁতে মাটিতে বিছানা পেতে রাত কাটে তাঁর। সরকারি বা বেসরকারি পর্যায় থেকে পাননি কোনো ভাতা বা সহায়তা। সম্প্রতি সংবাদমাধ্যমে লক্ষ্মীরামপুর গ্রামের এক জীর্ণশীর্ণ কুটিরে মানবেতর জীবন কাটাচ্ছেন ১৩০ বছরের বৃদ্ধ তফের আলী মণ্ডল- এমন সংবাদ প্রকাশের পর তাঁর পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাঁর নির্দেশে তফের আলীর বাড়িতে গিয়ে পাকা ইটের বাড়িসহ, তিন বেলা খাবার, চিকিৎসাসহ যাবতীয় ব্যয়ভারের দায়িত্ব নিয়েছেন মান্দা উপজেলা বিএনপির সভাপতি আবদুল মতিন। গতকাল বেলা ১১টায় তিনি তফের আলীর পাকা ঘর নির্মাণকাজও শুরু করে দেন। এর আগে শনিবার বিকালে সরেজমিনে লক্ষ্মীরামপুর গ্রামে গিয়ে অশীতিপর বৃদ্ধের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে পাকা ঘর নির্মাণের ঘোষণা দেন এই বিএনপি নেতা। তিনি বলেন, ‘সংবাদমাধ্যমে বৃদ্ধ তফের আলী মণ্ডলের মানবেতর জীবন যাপনের খবরটি আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নজরে আসে। তিনি আমাদের বলেন এ রকম পরিবারের পাশে বিএনপির থাকা উচিত। তাঁর নির্দেশে আজকে এখানে এসেছি। এসে দেখি বসবাসের জন্য আলোর দরকার থাকলেও আছে ঘুটঘুটে অন্ধকার। তাঁর জন্য ইটের পাকা বাড়ি তৈরি করার সিদ্ধান্ত নিয়েছি। বিদ্যুৎ ও ফ্যানের ব্যবস্থা করে দিয়েছি। এ ছাড়া প্রতিদিন তিন বেলা খাবারের ব্যবস্থা করেছি। পাশাপাশি চিকিৎসার জন্য ডাক্তারের ব্যবস্থা করেছি। যত দিন আমি বেঁচে থাকব তত দিন তফের আলী চাচার সব দেখাশোনার দায়িত্ব আমি কাঁধে তুলে নিলাম।’
তফের আলী মণ্ডল জানান, জীবিকার তাগিদে তাঁর আট ছেলের মধ্যে সাত ছেলে বিভিন্ন এলাকায় বিচ্ছিন্নভাবে বসবাস করেন। আর তিন মেয়ে স্বামীর ঘর করছেন। স্ত্রী মারা গেছেন বহু আগেই। সেবাযত্ন করার মতো কেউ পাশে নেই। প্রতিদিন ভ্যানে চড়ে পাশের বানডুবি বাজারের গিয়ে একটি হোটেলে খান। তিনি বলেন, ‘একসময় ছোট ছেলে আইনাল হকের বাড়িতে থাকলেও পুত্রবধূর সঙ্গে বনিবনা না হওয়ায় সেই আশ্রয়ও হারাতে হয়। এখন রাস্তার ধারে অন্ধকার ঘরে একাকী দিন কাটাচ্ছি। এভাবেই জীবন চলছে, আর মৃত্যুর প্রহর গুনছি। হঠাৎ বিএনপির লিডার আবদুল মতিন আমার বাড়িতে এলেন। আমার অবস্থা দেখে ঘর করে দিচ্ছেন, খাবারের ব্যবস্থাও করছেন। এমনকি চিকিৎসাও করিয়ে দেবেন বলেছেন।’ এতে বৃদ্ধ তফের আরী মণ্ডল খুবই খুশি। তিনি বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও বিএনপির লিডার আবদুল মতিনের জন্য আল্লাহর দরবারে দোয়া করছি, আল্লাহ তাঁদের ভালো করুন।’