আলোকিত লালমনিরহাট- আমাদের অঙ্গীকার স্লোগানে লালমনিরহাটে সুধী সমাবেশ ও মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকালে লালমনিরহাট জেলা পরিষদ অডিটোরিয়ামে সাবেক প্রফেসর নজরুল ইসলাম মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি ও বিএনপির নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।
সমাবেশে লালমনিরহাট জেলার উন্নয়নে কী ধরনের পদক্ষেপ নেওয়া যায় তা নিয়ে মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। এতে জেলার সুশীল সমাজের প্রতিনিধি, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, শিক্ষক, ব্যবসায়ীসহ সর্বস্তরের মানুষ অংশ নেয়।
প্রধান অতিথি আসাদুল হাবিব দুলু বলেন, লালমনিরহাট জেলা উন্নয়নের দিক দিয়ে অনেক পিছিয়ে। এখানকার মানুষের জীবনমানোন্নয়নে নানামুখী উন্নয়নমূলক কাজ করতে হবে। সুযোগ থাকা সত্ত্বেও লালমনিরহাটে কোনো উন্নয়ন করেনি বিগত স্বৈরাচারী সরকার।
তিনি আরও বলেন, আলোকিত মানুষ গড়তে সামাজিক অপরাধগুলো দমন করতে হবে। এজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তবে গণতান্ত্রিক সরকার না হলে উন্নয়ন বিঘ্নিত হবে। তাই দ্রুত নির্বাচন দিয়ে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে।
দ্রুত নির্বাচন হলে যে দল সরকার গঠন করবে সে দলের পক্ষেই সম্ভব একটি আধুনিক লালমনিরহাট জেলা গঠন করা। আলোকিত লালমনিরহাট জেলা গঠনে ব্যবসায়ী, সুশীল সমাজের প্রতিনিধি ও সাংবাদিকসহ সকলকে এগিয়ে আসার আহ্বান জানান আসাদুল হাবিব দুলু।
বিডিপ্রতিদিন/কবিরুল
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        