অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল এক আকস্মিক সফরে নরসিংদীর মনোহরদী উপজেলার গোতাশিয়াস্থ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেছেন।
আজ জেলার গোতাশিয়াস্থ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেছেন। তবে তার এ হঠাৎ সফরের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
সকাল ১০টার দিকে তিনি মনোহরদী সদরের ডাকবাংলোয় পৌঁছে কিছু সময় বিশ্রাম নেন। পরে সেখান থেকে প্রায় ৯ কিলোমিটার দূরবর্তী গোতাশিয়া গ্রামে অবস্থিত মনোহরদী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে পৌঁছান এবং কেন্দ্রটি ঘুরে দেখেন। হঠাৎ এ পরিদর্শনে সংশ্লিষ্ট কর্মকর্তারা কিছুটা হতবাক হয়ে পড়েন। সফরকালে তার সঙ্গে ছিলেন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক সালেহ আহমেদ মোজাফফর।
মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী কমিশনার (ভূমি) বলেন, সকালেই আইন উপদেষ্টা নরসিংদীতে উপস্থিত হয়েছেন। কয়েকটি জায়গা পরিদর্শন করেছেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন