টাঙ্গাইলের মির্জাপুরে বজ্রপাতে বেল্লাল হোসেন (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। দুপুরে উপজেলার তরফপুর ইউনিয়নের ডৌহাতলী বড়চালা গ্রামে এই বজ্রপাতের ঘটনা ঘটে।
নিহত বেল্লাল হোসেন ডৌহাতলী বড়চালা গ্রামের বাসিন্দা। তরফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজ রেজা জানান, দুপুর দেড়টার দিকে গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হলে বাড়ির উঠানে কাজ করা অবস্থায় বজ্রপাতের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বিডি প্রতিদিন/এএম