সপ্তাহের প্রথম দিনে সূচক ও লেনদেনে বড় উত্থান হয়েছে শেয়ারবাজারে। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এক দিনে ১ হাজার ২৯৬ কোটি ৪৩ লাখ টাকা লেনদেন হয়েছে, যা গত বছরের ১১ আগস্টের পর একদিনে সর্বোচ্চ লেনদেনের রেকর্ড। বছরের সর্বোচ্চ লেনদেনের পাশাপাশি দাম বেড়েছে বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের। ফলে মূল্যসূচকের বড় উত্থান হয়েছে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট। ফলে এ বাজারটিতেও মূল্যসূচকের বড় উত্থান হয়েছে। দিনের লেনদেন শেষে ডিএসইতে সব খাত মিলে দাম বেড়েছে ২০১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট। বিপরীতে দাম কমেছে ১৪১টির। আর ৫৬টির দাম অপরিবর্তিত রয়েছে। এতে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৭৬ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৫৯৪ পয়েন্টে দাঁড়িয়েছে। সবকটি মূল্যসূচক বাড়ার পাশাপাশি ডিএসইতে লেনদেনের পরিমাণও বেড়েছে।
বাজারটিতে লেনদেন হয়েছে ১ হাজার ২৯৬ কোটি ৪৩ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ১ হাজার ১৩২ কোটি ৩১ লাখ টাকা। এ হিসাবে আগের কার্যদিবসের তুলনায় লেনদেন বেড়েছে ১৬৪ কোটি ১২ লাখ টাকা। লেনদেনের শীর্ষে ছিল লাভেলো আইসক্রিমের শেয়ার। কোম্পানিটির ৩৬ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। প্রতিষ্ঠানটির শেয়ার দর ৮ টাকা ৬০ পয়সা বেড়ে ১০৩ টাকা ৩০ পয়সায় লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা রবির শেয়ার লেনদেন হয়েছে ৩২ কোটি ৭০ লাখ টাকার। ২৭ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে ব্র্যাক ব্যাংক। অন্যদিকে সিএসইর সার্বিক মূল্যসূচক সিএএসপিআই বেড়েছে ২৩২ পয়েন্ট। বাজারটিতে লেনদেনে অংশ নেওয়া ২৬০ প্রতিষ্ঠানের মধ্যে ১১৬০টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৭০টির এবং ৩০টির দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে ২৩ কোটি ১৫ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ২৪ কোটি ২৪ লাখ টাকা।