সিলেটে পৃথক স্থানে দুই মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গোয়াইনঘাটে এক প্রবাসীর স্ত্রী ও নগরীর বারুতখানার একটি মার্কেটের ছাদ থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ পাওয়া গেছে। ঘটনাগুলো ঘটেছে রবিবার।
গোয়াইনঘাট উপজেলার তোয়াকুল ইউনিয়নের ফুলতৈলছগামে নিজ বাড়ি থেকে হোসনে আরা বেগম (৩০) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। তিনি সৌদি প্রবাসী ছয়দুর রহমানের স্ত্রী। হোসনে আরা বেগমের চার বছরের এক মেয়ে ও তিন বছরের এক ছেলে রয়েছে।
সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই শাহাব উদ্দিন জানান, ঘর থেকে ঝুলন্ত অবস্থায় লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
এদিকে, নগরীর বারুতখানাস্থ একটি মার্কেটের ছাদের উপর থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করা হয়। লাশের পাশে একটি কাটার প্লাস পাওয়া গেছে।
কোতোয়ালী থানার ওসি মো. জিয়াউল হক জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই যুবক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
বিডিপ্রতিদিন/কবিরুল