বরিশালের গৌরনদীতে যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। রবিবার (১৩ জুলাই) দুপুর ১২টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কের কটকস্থল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম শাকিল হোসেন (৩৫)। তিনি পটুয়াখালীর দশমিনা উপজেলার বাসিন্দা মোস্তফা হাওলাদারের ছেলে।
গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুর রহমান জানান, শাকিল হোসেন মোটরসাইকেলযোগে পটুয়াখালীর দশমিনা থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন। পথে গৌরনদী উপজেলার কটকস্থল এলাকায় পৌঁছালে ঢাকা থেকে কুয়াকাটাগামী ‘তাজ আনন্দ’ পরিবহনের একটি বাসের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসের চাকার নিচে পিষ্ট হয়ে গুরুতর আহত হন শাকিল।
স্থানীয়রা তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
ওসি আরও জানান, দুর্ঘটনার পর বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক ও সহকারী পলাতক রয়েছে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিডি প্রতিদিন/জামশেদ