চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর স্থানীয়দের হামলার প্রতিবাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছেন।
রবিবার বিকালে বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভাস্কর্য চত্বর এ বিক্ষোভ মিছিল হয়। মিছিলটি ভাস্কর্য চত্বর থেকে শুরু করে পুরো ক্যাম্পাস ঘুরে রফিক ভবনের নিচে সমাবিত হয়।
এসময় শিক্ষার্থীরা '১,২,৩,৪ জাহাঙ্গীর গদি ছাড়'সহ বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেয়।
বিক্ষোভ মিছিলে জবি শাখা ছাত্র অধিকার পরিষদের সভাপতি একেএম রাকিব বলেন, চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়কে শিক্ষার্থীদের উপর সন্ত্রাসী কায়দায় যে হামলা হয়েছে তা আগস্ট পরবর্তী বাংলাদেশ আশা করা যায় না। যে শিক্ষার্থীদের রক্তের উপর এই সরকার দাঁড়িয়ে তারা যদি শিক্ষার্থীদের রক্ষা করতে না পারে তাহলে তাদের অবিলম্বে পদত্যাগ করা উচিৎ।
ইসলামিক ছাত্র আন্দোলন জবি শাখার সাধারণ সম্পাদক আশিকুর রহমান বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গতকাল রাত থেকে এখন পর্যন্ত পাশবিক হামলা চলছে। নিরাপত্তা বাহিনী এখন পর্যন্ত শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি। বিগত সময় কুয়েট, জবি, বুয়েট, ভিপি নুরের উপর হামলা হয়েছে । কিন্তু আমরা এর কোনো সুষ্ঠু পদক্ষেপ দেখি নাই। যার ফলস্বরূপ, এখন চট্টগ্রাম সংঘর্ষ চলছে।
বাংলাদেশ গনতান্ত্রিক ছাত্র সংসদ জবি শাখার আহবায়ক ফয়সাল মুরাদ বলেন, গতকাল রাত থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাসীরা হামলা চালিয়ে প্রায় শতাধিক সহযোদ্ধাকে আহত করেছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আমার ভাইয়েরা রয়ে গেছে নিরাপত্তাহীন অবস্থায়। পরিষ্কারভাবে বলে দিতে চাই—সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতারের ব্যবস্থা গ্রহণ করুন, না হলে স্বরাষ্ট্র উপদেষ্টার পদ থেকে সরে দাঁড়ান।
উল্লেখ্য, যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গতকাল রাত থেকে হওয়া পাশবিক হামলার প্রতিবাদে শিক্ষার্থীরা দুপুরবেলা প্রতিবাদ বিক্ষোভের ডাক দেয়।
বিডি প্রতিদিন/নাজমুল