সায়মা ওয়াজেদ পুতুলকে বাধ্যতামূলক ছুটিতে পাঠিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। হেলথ পলিসি ওয়াচের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন (দুদক) সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে প্রতারণা, ক্ষমতার অপব্যবহার এবং জালিয়াতির অভিযোগে দুটি মামলা দায়ের করার পর ডব্লিউএইচও এ সিদ্ধান্ত নেয়। গত শুক্রবার থেকে তার ছুটি কার্যকর হয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক ড. তেদ্রোস আধানম ঘেব্রেয়েসাস এক অভ্যন্তরীণ ইমেইলের মাধ্যমে সংস্থার কর্মীদের বিষয়টি অবহিত করেছেন বলে জানা গেছে। ডব্লিউএইচও আরও জানিয়েছে, সংস্থার সহকারী মহাপরিচালক ড. ক্যাথরিন ১৫ জুলাই থেকে নয়াদিল্লিতে দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক কার্যালয়ে দায়িত্ব পালন করবেন। ২০২৪ সালের জানুয়ারিতে ডব্লিউএইচওর দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালক হিসেবে দায়িত্ব নেন সায়মা ওয়াজেদ পুতুল। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, সায়মা ওয়াজেদ পুতুলের অনির্দিষ্টকালের ছুটিকে আমরা জবাবদিহিতার পথে গুরুত্বপূর্ণ প্রথম পদক্ষেপ হিসেবে দেখি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)-এর দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক কার্যালয়ের আঞ্চলিক পরিচালক সায়মা ওয়াজেদ পুতুলকে অনির্দিষ্টকালের ছুটিতে পাঠানোর পরিপ্রেক্ষিতে শফিকুল আলম গতকাল তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে এ কথা লেখেন।
ডব্লিউএইচওর এ পদক্ষেপকে স্বাগত জানিয়ে প্রেস সচিব লিখেছেন, ‘আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, এর একটি স্থায়ী সমাধান প্রয়োজন, যেখানে সায়মা ওয়াজেদকে তার পদ থেকে অপসারণ করা হবে, তার সব সুযোগসুবিধা বাতিল করা হবে এবং এ মর্যাদাপূর্ণ দায়িত্বের সততা ও জাতিসংঘ ব্যবস্থার বিশ্বাসযোগ্যতা পুনরুদ্ধার করা হবে। বাংলাদেশের জনগণ ও বিশ্ববাসী স্বচ্ছতা, সততা ও ন্যায়বিচারের এ উদ্যোগে আনন্দিত।’