স্কুল-কলেজে ‘ব্যাকবেঞ্চার’ শব্দটির সঙ্গে জড়িয়ে থাকে এক ধরনের নেতিবাচক ধারণা। যাদের পড়াশোনায় মনোযোগ কম কিংবা যারা দুষ্টুমি করে, তাদেরই যেন বরাদ্দ পেছনের বেঞ্চ। কিন্তু ভারতের কেরালা রাজ্যের একাধিক স্কুলে সেই ধাঁচটাই ভেঙে গেল—এবার আর কেউ ‘ব্যাকবেঞ্চার’ নয়।
এই পরিবর্তনের পেছনে রয়েছে মালয়ালম পরিচালক বিনেশ বিশ্বনাথন নির্মিত প্রথম চলচ্চিত্র ‘স্থানার্থী শ্রীকুট্টন’। ছবির চারজন দুষ্ট প্রকৃতির ও পড়ালেখায় আগ্রহহীন শিক্ষার্থীর গল্প এবং ছবির শেষ দৃশ্য অনেক শিক্ষকের ভাবনার ভিত কাঁপিয়ে দিয়েছে। ফলাফল—আসনবিন্যাসে বিপ্লব।
কেরালার বিভিন্ন স্কুলে এখন থেকে পেছনের কোনো বেঞ্চ থাকবে না। বরং ইউ-আকৃতি বা অর্ধবৃত্তাকারে বেঞ্চ সাজিয়ে সব শিক্ষার্থীকে সামনে বসানো হচ্ছে, যাতে কেউ ‘ব্যাকবেঞ্চার’ না থাকে।
শিক্ষকদের মতে, এতে শিক্ষার্থীদের মনোযোগ, শ্রবণ এবং আলোচনার দক্ষতা বেড়েছে। তারা সরাসরি শিক্ষক-শিক্ষিকার সঙ্গে চোখে চোখ রেখে আলোচনা করতে পারছে, যা আগে সম্ভব ছিল না।
কেরালার ভালাকম, কন্নুর, আন্দুর, ত্রিশুর ও পালাক্কড়ের বিভিন্ন স্কুল ইতোমধ্যে এই পদ্ধতিতে ক্লাস নেওয়া শুরু করেছে।
এই পরিবর্তনের ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করে পরিচালক বিনেশ বিশ্বনাথন নিজেও উচ্ছ্বাস প্রকাশ করেছেন।
বিডি প্রতিদিন/আশিক