তারকাদের ব্যবহৃত জিনিস নিলামে ওঠা নতুন কিছু নয়, তবে এবার নজর কাড়লো ব্রিটিশ অভিনেত্রী জেন বার্কিনের ব্যবহৃত একটি ব্যাগ। ফরাসি বিলাসবহুল ফ্যাশন ব্র্যান্ড হার্মে (Hermès)–এর তৈরি এই চামড়ার বার্কিন ব্যাগ সম্প্রতি নিলামে বিক্রি হয়েছে ১০ মিলিয়ন মার্কিন ডলারে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২০ কোটি টাকা!
ঘটনার শুরু ১৯৮৪ সালে। বিমান সফরের সময় জেন বার্কিনের পাশের আসনে ছিলেন হার্মে’র তৎকালীন ডিজাইনার জঁ লুই দ্যুমা। অভিনেত্রীর অনুরোধে তিনি সঙ্গে সঙ্গে এমন একটি ব্যাগের নকশা আঁকেন, যা হবে স্টাইলিশ এবং ব্যবহারিক— এমনকি বাচ্চার দুধের বোতলও যাতে বহন করা যায়। এভাবেই তৈরি হয় ‘বার্কিন ব্যাগ’ নামক কিংবদন্তি পণ্য।
নিলামে বিক্রি হওয়া ব্যাগটি ছিল জেন বার্কিনের ব্যবহৃত প্রথম বার্কিন ব্যাগ। ব্যাগটির ফ্ল্যাপে খোদাই করা রয়েছে তার নামের আদ্যক্ষর— ‘JB’। জানা যায়, অভিনেত্রী প্রায় নয় বছর ধরে ব্যাগটি ব্যবহার করেন। এখনো ব্যাগটির অবস্থা বেশ ভালো। নিলাম সংস্থা জানায়, একজন জাপানি ক্রেতা ফোনের মাধ্যমে অংশ নিয়ে ব্যাগটি কিনেছেন।
উল্লেখযোগ্য বিষয় হলো, ১৯৯৪ সালে জেন বার্কিন ক্যানসার রোগীদের সহায়তায় একটি সংস্থার জন্য ব্যাগটি প্রথম নিলামে তোলেন। পরে ২০০০ সালে ফরাসি এক সংগ্রাহক তা কিনে নেন। এবারের নিলাম ছিল তৃতীয়বার। সংস্থার দাবি— এটাই এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে বেশি দামে বিক্রি হওয়া ফ্যাশন-সম্পর্কিত ব্যাগ।
বিডি প্রতিদিন/আশিক