ভারতের আলোচিত অভিনেত্রী ও বর্তমানে মাণ্ডির সংসদ সদস্য কঙ্গনা রানাউত আবারও তার বক্তব্যে শিরোনামে। সংসদ সদস্য হিসেবে এক বছর পূর্ণ হতে না হতেই রাজনীতিকে “শখের জায়গা” বলে মন্তব্য করেছেন তিনি। কঙ্গনার বক্তব্য ঘিরে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে আলোচনা চলছে জোরেশোরে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে কঙ্গনা বলেন, “রাজনীতি একটি দামি শখ। আপনি যদি একজন সৎ রাজনৈতিক ব্যক্তিত্ব হন, তবে শুধুমাত্র রাজনীতি করে জীবন চালানো কঠিন। সংসদ সদস্য হিসেবে যে বেতন দেওয়া হয়, তা একজন সাধারণ জীবনের খরচ মেটাতে যথেষ্ট নয়।”
তিনি বলেন, “বাড়ির সহকারীদের বেতন পরিশোধ করার পর হাতে ৫০ থেকে ৬০ হাজার টাকা থাকে। সেই টাকা নিয়ে কেন্দ্রীয় এলাকাগুলোতে যাওয়ার খরচ চালানোও কঠিন, বিশেষ করে যেসব জায়গা প্রত্যন্ত অঞ্চলে।”
কঙ্গনার মতে, এ কারণে রাজনীতির পাশাপাশি অন্য কোনো পেশা থাকা জরুরি। “অনেক সংসদ সদস্য আইনজীবী কিংবা ব্যবসায়ী, সেটাই যৌক্তিক,” বলেন তিনি।
এর আগেও এক পডকাস্টে কঙ্গনা বলেছিলেন, “রাজনীতি একেবারে অন্যরকম একটি কাজ। এটি মূলত সমাজসেবা। আমি বলব না— এটি আমি উপভোগ করছি। অতীতে এমন অভিজ্ঞতাও আমার ছিল না।”
সাক্ষাৎকারে তার বক্তব্য ঘিরে অনেকে মনে করছেন, বছর ঘুরতেই রাজনীতিকে নিয়ে কঙ্গনার দৃষ্টিভঙ্গি বদলে গেছে। বিশেষ করে যিনি কিছুদিন আগেও রাজনীতিকে সমাজসেবার সর্বোচ্চ মাধ্যম বলে দাবি করতেন।
বিডি প্রতিদিন/আশিক