মুম্বাইয়ের তারকাদের ঠিকানাগুলোর মধ্যে সবচেয়ে দামি হতে চলেছে রণবীর কাপুর ও আলিয়া ভাটের নতুন বাড়ি। বলিউডের কিংবদন্তি শাহরুখ খানের ‘মান্নাত’ এবং অমিতাভ বচ্চনের ‘জলসা’-কে পিছনে ফেলে এই বাড়ির মূল্যায়ন প্রায় ২৫০ কোটি টাকা বলেন জানাচ্ছেন রিয়েল এস্টেট বিশেষজ্ঞরা।
বহু বছর ধরেই বান্দ্রার প্রাইম লোকেশনে গড়ে উঠছিল এই মাল্টিস্টোরেড বিলাসবহুল আবাসন। যেখানে একসময় ছিল কাপুর পরিবারের ঐতিহ্যবাহী ‘কৃষ্ণা রাজ’ বাংলো সেই জায়গাতেই গড়ে উঠেছে রণবীর-আলিয়ার নতুন ঠিকানা। রাজ কাপুর, কৃষ্ণা কাপুর থেকে শুরু করে ঋষি কাপুর ও নীতা কাপুর এই বাড়ির সঙ্গে জড়িয়ে আছে বলিউড ইতিহাস।
বর্তমানে শাহরুখ খানের বান্দ্রার ব্যান্ডস্ট্যান্ডে অবস্থিত বাড়ি ‘মান্নাত’-এর ভ্যালুয়েশন প্রায় ২০০ কোটি টাকা (পূর্ববর্তী হিসাব অনুযায়ী)। অন্যদিকে, অমিতাভ বচ্চনের জুহুতে অবস্থিত ‘জলসা’-র মূল্য প্রায় ১২০ কোটি। এক সময় জলসা ছিল সবচেয়ে দামি সেলেব ঠিকানা, পরে মান্নাত সেটিকে ছাড়িয়ে যায়।
কিন্তু এখন রণবীর-আলিয়ার নতুন বাড়ি এই দুই কিংবদন্তির ঠিকানাকেও টপকে গেল। খুব শিগগিরই পরিবার নিয়ে নতুন ঠিকানায় উঠে যাওয়ার পরিকল্পনা রয়েছে এই তারকা দম্পতির।
মুম্বা েইয়ে তারকাদের রিয়েল এস্টেট বিনিয়োগ নতুন কিছু নয়। শাহরুখ খানও তাঁর পুরোনো বাড়ি কার্টার রোডের ‘৭০২ নম্বর’ ফ্ল্যাটকে রেনোভেট করাচ্ছেন। এখানেই গৌরী খানের সঙ্গে বৈবাহিক জীবনের শুরুর সময় কাটিয়েছিলেন তিনি। পাশাপাশি মান্নাতেও চলছে মেরামতের কাজ, পরিবারসহ এখন সাময়িকভাবে থাকছেন পালি হিলের একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্টে।
এমন সময় অনলাইনে রণবীর-আলিয়ার নতুন বাড়ির ছবি ও ভিডিও ছড়িয়ে পড়তে শুরু করে। কিছু ভিডিওতে বাড়ির ভিতরের অংশও স্পষ্ট দেখা যায়। বিষয়টি নিয়ে বিরক্ত প্রতিক্রিয়া জানিয়েছেন আলিয়া ভাট। তিনি বলেন, অনুমতি ছাড়া এমন কনটেন্ট শেয়ার করা শুধুমাত্র অনুচিত নয় বরং এটি ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘনের সমান।
বিডি প্রতিদিন/মুসা