সারা দেশে আইনশৃঙ্খলার অবনতি ও রাজধানীর মিটফোর্ড এলাকায় হত্যাকাণ্ডের প্রতিবাদে মশাল মিছিল করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রগতিশীল শিক্ষার্থীরা।
আজ শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ‘নিপীড়নের বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’ ব্যানারে এ মিছিলটি করেন তারা। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার থেকে শুরু হয়ে নতুন প্রশাসনিক ভবন প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকায় গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে ছাত্র ইউনিয়ন জাবি সংসদের দপ্তর সম্পাদক সাদিয়া মুনের সঞ্চালনায় বক্তারা অবিলম্বে মবোক্রেসি বন্ধ ও সারা দেশে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিচারের দাবি জানান।
এসময় সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট (মার্ক্সবাদী) জাবি শাখার সংগঠক সজীব আহমেদ জেনিচ বলেন, ৫ আগস্টের পরও হত্যাকাণ্ডের জন্য মিছিল করতে হচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক। অনতিবিলম্বে মিটফোর্ড এলাকার সোহাগ হত্যাকাণ্ডের বিচার করতে হবে। একই সঙ্গে ইন্টেরিমকে অবিলম্বে এসব হামলার জবাব দিতে হবে।
বাংলা বিভাগের শিক্ষার্থী আ র ক রাসেল বলেন, যেদিন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শামীম মোল্লাকে হত্যা করা হয়েছে তার পরেরদিনই আমরা মবোক্রেসির বিরুদ্ধে দাঁড়িয়েছি। অথচ বিচার না করে হত্যাকারীদের এখন ক্যাম্পাসে উন্মক্ত চলাফেরার সুযোগ দেওয়া হয়েছে। তাদের নামেমাত্র বহিষ্কারদেশ দেওয়া হয়েছিল। এই বিচারহীনতার সংস্কৃতি আজকের সোহাগ হত্যার জন্য দায়ী। ইন্টেরিমকে সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, এই মবোক্রেসি থামান, সকল সন্ত্রাসীকে বিচারের আওতায় আনতে হবে।
বিডি প্রতিদিন/জুনাইদ