বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) আয়োজিত ন্যাশনাল টেক্সটাইল অলিম্পিয়াড ৩.০-তে নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের (এনইউবি) টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা চ্যাম্পিয়ন হয়েছে।
‘বর্জ্যজল ব্যবহার করে গ্রে কাপড়ের ধারাবাহিক প্রিট্রিটমেন্ট’ শীর্ষক গবেষণাপত্র উপস্থাপন করে শিক্ষার্থী জাহিদ হোসাইন সাঈদী ও মো. রাকিব রায়হান টেক্সটাইল পোস্টার প্রেজেন্টেশন বিভাগে প্রথম স্থান অর্জন করেন।
তাদের গবেষণার মূল লক্ষ্য ছিল টেক্সটাইল শিল্পে ভূগর্ভস্থ সুপেয় পানির পরিবর্তে বর্জ্যজল পুনঃব্যবহারের উপায় খুঁজে বের করা।
এনইউবি টেক্সটাইল বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক জি. এম. ফয়সাল বলেন, পরিবেশকে টেক্সটাইল দূষণ থেকে রক্ষা করা জরুরি। তিনি জানান, বিভাগটি এমন প্রযুক্তি উদ্ভাবনের পথে রয়েছে। এটা রঙিন দূষিত পানিকে সহজেই পানযোগ্য পরিষ্কার পানিতে রূপান্তর করতে সক্ষম হবে।
এনইউবি শিক্ষার্থী মো. আরাফাত প্রতিযোগিতায় ‘সেরা ক্যাম্পাস অ্যাম্বাসেডর’ নির্বাচিত হন।
অলিম্পিয়াডে বাংলাদেশের বিভিন্ন ইউনিভার্সিটি ও কলেজের টেক্সটাইল বিভাগের ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করেন। এনইউবির টেক্সটাইল বিভাগ শিক্ষার্থীদের এই সাফল্যে গর্ব প্রকাশ করেছে এবং আন্তরিক অভিনন্দন জানিয়েছে।
বিডি প্রতিদিন/জুনাইদ