শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রক্তদানে উৎসাহিত করতে নতুন উদ্যোগ নিয়েছে রক্তদান বিষয়ক স্বেচ্ছাসেবী সংগঠন সঞ্চালন। সংগঠনটি ঘোষণা করেছে, প্রতি মাসে লটারির মাধ্যমে নির্বাচিত চারজন লাকি ডোনারকে বিশেষ উপহার দেওয়া হবে
রবিবার (৩১ আগস্ট) সঞ্চালনের সভাপতি মো. রিফাত ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, জুলাই মাসে প্রথমবারের মতো মোট ১৩০ জন রক্তদাতার মধ্যে লটারির মাধ্যমে চারজনকে নির্বাচিত করা হয়েছে। ২৯ আগস্ট তাদের হাতে আনুষ্ঠানিকভাবে টি-শার্ট উপহার তুলে দেওয়া হয়
জুলাই মাসের লাকি ডোনাররা হলেন মোমিন উদ্দিন, সাদমান মাহমুদ, সাইয়েদ আহমেদ ও আমির
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফ্রাইডে কোম্পানির সিইও আলভি আলম, সঞ্চালনের ১৬তম কার্যনির্বাহী কমিটির সভাপতি মো. নাদিমুল, সিনিয়র সহসভাপতি রাহিমা পারভিন রুহি ও সাধারণ সম্পাদক মো. সাকিল। তারা লাকি ডোনারদের হাতে উপহার তুলে দেন
এছাড়া জুলাই মাসে সর্বাধিক রক্ত সংগ্রহের জন্য উম্মে সাদিয়া রেশমিকে বেস্ট অর্গানাইজার হিসেবে পুরস্কৃত করা হয়
সঞ্চালনের সভাপতি মো. রিফাত ইসলাম বলেন, “আমরা বিশ্বাস করি, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের রক্তদানে আরও অনুপ্রাণিত করবে এবং রোগীদের জীবন বাঁচানোর নতুন দুয়ার খুলবে”
বিডি প্রতিদিন/হিমেল