ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিজিবির নিকট ওবাইদুল হোসেন (৪০) নামে এক ব্যক্তির লাশ হস্তান্তর করেছে ভারতীয় পুলিশ। নিহতের ১ মাস ১২ দিন পর লাশ ফেরত দিল বিএসএফ।
শনিবার বিকালে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৭ এপ্রিল সীমান্তের পার্শ্ববর্তী ভারতের অভ্যন্তরে মধুপুর নামকস্থানে একটি অজ্ঞাতনামা মৃতদেহ উদ্ধার করে ভারতীয় পুলিশ। এরপর লাশটি ওই দেশের থানায় রাখা হয়। পরে মরদেহ ফিরে পেতে বিজিবির কাছে লিখিত আবেদন করে নিহত ওবাইদুল হোসেনের পিতা হানেফ আলী। তার আবেদনের পরিপ্রেক্ষিতে মহেশপুর ৫৮ বিজিবির পক্ষ থেকে বিএসএফের সাথে যোগাযোগ করা হয়। ধারাবাহিক যোগাযোগের ফলে ভারতীয় পুলিশ ও বিএসএফ বাংলাদেশি ওই ব্যক্তির মরদেহ ফেরত দেয়ার উদ্যোগ নেয়।
এরই এক পর্যায়ে শনিবার বেলা সাড়ে ১২ টার দিকে মেইন সীমান্ত পিলার ৪৭/৪ এর নিকটে বিজিবি ও বিএসএফ ও দুই দেশের পুলিশ কর্মকর্তাদের উপস্থিতিতে মরদেহ হস্তান্তর ও গ্রহণ করা সম্পন্ন হয়। এ সময় মহেশপুর উপজেলার যাদবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাউদ্দিন মিয়া এবং যাদবপুর গ্রামের মেম্বার হাসানুজ্জামানের উপস্থিতিতে তার পিতা এবং মাতার নিকট হস্তান্তর করা হয়।
বিডি প্রতিদিন/হিমেল