ভারতীয় উপ-মহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে। ৯১ বছর বয়সি এই শিল্পীকে এখনো বিভিন্ন অনুষ্ঠানে দেখা যায়। আকস্মিকভাবে গুঞ্জন ছড়িয়েছে, মারা গেছেন বরেণ্য এই শিল্পী। অথচ খবরটি পুরোপুরি ভুয়া। আশা ভোঁসলে দিব্যি সুস্থ আছেন। মায়ের মৃত্যুর গুজবে ত্যক্ত-বিরক্ত তার ছেলে আনন্দ ভোঁসলে।
জানা যায়, গুজবের শুরু হয় ফেসবুকের মাধ্যমে। দেখা যায়- ফুল দিয়ে সাজানো আশার একটি ছবি শেয়ার করেন শাবানা নামের এক নারী। পরবর্তীতে পোস্টটি মুছেও দেওয়া হয়। সেই পোস্টে লেখা ছিল, ‘বিখ্যাত গায়িকা আশা ভোঁসলে আর নেই, একটি সংগীত যুগের অবসান।’
আর যা দেখে রীতিমতো বিচলিত হয়ে পড়েন কিংবদন্তী এই গায়িকার অনুরাগীরা। সে খবরের প্রতিক্রিয়া জানিয়ে ছেলে আনন্দ ভোঁসলে ভারতীয় গণমাধ্যমে বলেছেন, ‘এটা ভুয়া খবর। তিনি ভালো আছেন।’ কীভাবে এই মৃত্যুসংবাদ ছড়াল, তিনিও জানেন না।
উল্লেখ্য, গত মাসেও একাধিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন আশা। রেখার ১৯৮১ সালের ছবি ‘উমরাও জান’-এর প্রিমিয়ারেও উপস্থিত ছিলেন। এছাড়া গত ২৭ জুন ছিল রাহুল দেববর্মনের ৮৫তম জন্মদিনের অনুষ্ঠানে অংশ নিয়ে সংগীত পরিবেশনও করেন আশা।
সূত্র : নিউজ ১৮।
বিডি-প্রতিদিন/শআ