রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা নদীতে ধরা পড়েছে দুটি বড় সাইজের ইলিশ। মাছ দুটির মোট ওজন দুই কেজি ৯০০ গ্রাম। যা বিক্রি হয়েছে ১৬ হাজার টাকায়।
বুধবার সকালে দৌলতদিয়া ফেরিঘাটের ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ প্রতি কেজি পাঁচ হাজার ২০০ টাকা দরে মোট ১৫ হাজার ৮০ টাকায় মাছ দুটি ক্রয় করেন।
জানা গেছে, মঙ্গলবার দিবাগত মধ্যরাতে পদ্মা নদীতে ইলিশ আহরণে যায়। ভোর রাতের দিকে ফেরিঘাটের উজানে পদ্মায় বেশ কয়েকটি ইলিশ মাছ ধরা পড়ে। মাছগুলোর মধ্য বড় দুটি ইলিশের ওজন হয় দুই কেজি ৯০০ গ্রাম। নিরব হালদার বুধবার সকালে ফেরিঘাটের মৎস্য আড়তে নিলামে মাছ দুইটি বিক্রি করেন।
মাছ ব্যবসায়ী শাহজাহান শেখ বলেন, পদ্মার এ ধরনের বড় ইলিশ সচরাচর পাওয়া যায় না। তাই দাম বেশি হলেও অনেকেই কিনতে আগ্রহী। তিনি আরও বলেন, খুলনার এক প্রবাসীর কাছে অনলাইনের মাধ্যমে পাঁচ হাজার ৫০০ টাকা কেজি দরে মোট ১৫ হাজার ৯৫০ টাকায় মাছ দুইটি বিক্রি করে দিয়েছি।
জেলা মৎস্য কর্মকর্তা মো. নাজমুল হুদা বলেন, পদ্মায় বড় ইলিশ সচরাচর পাওয়া যায় না। পদ্মার বড় ইলিশের দাম অনেক বেশি। তবে পদ্মায় ইলিশ অনেক সুস্বাদু।
বিডি প্রতিদিন/নাজিম