বয়স ৪০ পেরিয়ে গেছে। আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিয়েছেন প্রায় সাড়ে ১০ বছর আগে। তবুও যেন থেমে নেই রাভি বোপারার বারুদভরা ব্যাট। ইংল্যান্ডের ভাইটালিটি টি-টোয়েন্টি ব্লাস্টের কোয়ার্টার-ফাইনালে দুর্দান্ত এক সেঞ্চুরিতে ক্রিকেটবিশ্বে আবারও নিজের উপস্থিতি জানান দিলেন সাবেক ইংলিশ অলরাউন্ডার।
বৃষ্টিবিঘ্নিত ম্যাচে বুধবার নর্থ্যাম্পটনশায়ারের হয়ে সারে’র বিপক্ষে খেলতে নেমে মাত্র ৪৬ বলে ১০৫ রানের বিধ্বংসী ইনিংস উপহার দেন বোপারা। এই ইনিংসে ছিল ১২টি চার ও ৫টি বিশাল ছক্কা। তাঁর এই অনবদ্য সেঞ্চুরিতেই ৭ রানে জিতে সেমি-ফাইনালের টিকিট কেটে নেয় নর্থ্যাম্পটনশায়ার।
বোপারার এই ইনিংসটি এসেছে তার ৪০ বছর ১২২ দিন বয়সে। টি-টোয়েন্টি ক্রিকেটে এত বেশি বয়সে সেঞ্চুরি করেছেন কেবল আরও তিন জন- পল কলিংউড (৪১ বছর ৬৫ দিন), গ্রায়েম হিক (৪১ বছর ৩৭ দিন) এবং ফাফ ডু প্লেসি (৪০ বছর ৩৫১ দিন ও ৪০ বছর ৩৪২ দিন)।
বোপারার এটি টি-টোয়েন্টি ক্যারিয়ারের তৃতীয় শতক। এই সংস্করণে তার অভিষেক ২০০৩ সালের ১৩ জুন, টি-টোয়েন্টি ক্রিকেটের শুরুর পরদিনই। দীর্ঘ ২২ বছরের বেশি সময় ধরে ৪৯৩টি ম্যাচ খেলেছেন তিনি, অংশ নিয়েছেন বিশ্বের নানা লিগে
বিডি প্রতিদিন/মুসা