বগুড়ায় অগ্নিকাণ্ডে পুড়ে ভস্মীভূত হয়েছে তিনটি বাড়ি। মঙ্গলবার সন্ধ্যায় সদরের সাবগ্রাম চকঝপু জিগাতলা গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। জানা যায়, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন মামুনুর রশিদের বাড়ি ছাড়াও মিনার হোসেন ও মোফাজ্জল হোসেনের বাড়ি ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বগুড়া ফায়ার সার্ভিসের কর্মী ও স্থানীয়রা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে তিনটি বাড়ির মূল্যবান জিনিস ও আসবাবপত্র পুড়ে যায়। বগুড়া ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।