কিশোরগঞ্জের ভৈরবে রেলস্টেশনে ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনায় মামলা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে তিনজনকে। ভৈরব রেলওয়ে স্টেশনের মাস্টার ইউছুফ বাদী হয়ে সোমবার রাতে অজ্ঞাত ১০০ থেকে ১৫০ জনকে আসামি করে রেলওয়ে থানায় মামলাটি করেন। গ্রেপ্তাররা হলেন- ভৈরব রেলস্টেশন সংলগ্ন পঞ্চবটি এলাকায় ফাহিম (১৬), আরমান (১৫) ও সাজন (১৭)। মামলার এজাহারে বলা হয়, সোমবার সকালে ভৈরবকে ৬৫তম জেলা ঘোষণার দাবিতে ব্যানার, ফেস্টুন নিয়ে ‘পল্লী জাগরণী সংঘ’ নামের একটি স্থানীয় সংগঠনের সদস্যরা ২ শতাধিক অজ্ঞাতনামা লোকজন নিয়ে রেলস্টেশন অবরোধ করে।
ওসি মো. সাঈদ জানান, ‘ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনায় স্টেশন মাস্টার বাদী হয়ে মামলা করেছেন। ওই রাতেই পুলিশ তিন আসামিকে গ্রেপ্তার করেছে।