হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে অভিযান চালিয়ে দালাল চক্রের ৯ সদস্যকে আটকের পর কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল দুপুরে সেনাবাহিনীর হবিগঞ্জ সদর ও র্যাব-৯-এর শায়েস্তাগঞ্জ ক্যাম্পের সদস্যরা হাসপাতাল এলাকা থেকে তাদের আটক করে। পরে জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মহসীন মিয়া তাদের প্রত্যেককে ১৫ দিনের কারাদণ্ড ও ২০০ টাকা করে জরিমানা করেন।
তিনি বলেন, ‘সবাই অর্থদণ্ড পরিশোধ করেছেন।’