ঝালকাঠিতে বিএনপির কার্যালয় ভাঙচুর ও বিস্ফোরক আইনে করা মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জেলা সহসভাপতিসহ তিন নেতাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল দুপুরে সিনিয়র জেলা ও দায়রা জজ তাদের জামিন নামঞ্জুর করে এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করছেন জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মাহেব হোসেন। আসামিরা হলেন- জেলা আওয়ামী লীগের সহসভাপতি সালাউদ্দিন আহমেদ সালেক, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুব হোসেন এবং জেলা বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবীর সদস্য মাহবুবার রহমান তালুকদার। পিপি মাহেব হোসেন বলেন, ছয় সপ্তাহের জামিন শেষে আদালতে হাজির হলে বিচারক তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান।