ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তাকে ম্যানেজ করে নিয়ম না মেনে স্কুল ম্যানেজিং কমিটির নির্বাচন করার অভিযোগ উঠেছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে। ৯ নভেম্বর এ স্কুলের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। এ ঘটনায় সোমবার বাঞ্ছারামপুর ইউএনও ও নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ফেরদৌস আরার বরাবর লিখিত অভিযোগ করেন এক শিক্ষার্থীর অভিভাবক। নির্বাচন পরিচালনার প্রিজাইডিং অফিসার আব্বাস আলী বলেন, ‘অভিযোগের কোনো সত্যতা পেলে ব্যবস্থা নেওয়া হবে।’ বাঞ্ছারামপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম ফারুক জানান, ‘তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’ অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত প্রধান শিক্ষক ছিদ্দিকুর রহমান বলেন, ‘স্কুলের নোটিস বোর্ড বা মাইকিং করতে পারিনি। তবে স্কুলের দেয়ালে সাঁটিয়েছি।’
বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাচন পরিচালনা কমিটির রিটার্নিং অফিসার ফেরদৌস আরা জানান, ‘নির্বাচন নিয়ে কোনো গাফিলতি পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।