একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে অলরাউন্ডারদের তালিকায় এখন শীর্ষে জিম্বাবুয়ের সিকান্দার রাজা। শ্রীলঙ্কার বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে আইসিসির সর্বশেষ ওয়ানডে অলরাউন্ডার র্যাংকিংয়ে দুই ধাপ এগিয়ে তিনি এখন এক নম্বর।
শ্রীলঙ্কার বিপক্ষে সদ্য শেষ হওয়া দুই ম্যাচের ওয়ানডে সিরিজে রাজা ব্যাট হাতে করেন দুটি হাফ-সেঞ্চুরি। পাশাপাশি বল হাতেও ছিলেন কার্যকর। প্রথম ম্যাচে ১০ ওভারে মাত্র ৪৮ রান দিয়ে নেন একটি উইকেট। এই ধারাবাহিক পারফরম্যান্সের ফলেই তার রেটিং পয়েন্ট বেড়ে দাঁড়ায় ৩০২, যা তাকে পৌঁছে দেয় শীর্ষে।
এই সাফল্যে তিনি পেছনে ফেলেছেন আফগানিস্তানের আজমতউল্লাহ ওমরজাই (২৯৬) এবং মোহাম্মদ নবি (২৯২)-কে। বাংলাদেশ দলের অন্যতম ভরসা মেহেদী হাসান মিরাজ রয়েছেন চতুর্থ স্থানে, যার রেটিং পয়েন্ট ২৪৯।
শুধু অলরাউন্ডার তালিকায় নয়, ব্যাটিংয়েও উন্নতি করেছেন সিকান্দার রাজা। ওয়ানডে ব্যাটিং র্যাংকিংয়ে তিনি ৯ ধাপ এগিয়ে উঠে এসেছেন ২২তম স্থানে।
এদিকে, সিরিজ জয়ে বড় ভূমিকা রাখা শ্রীলঙ্কার পাথুম নিসাঙ্কা ব্যাটিং র্যাংকিংয়ে ৭ ধাপ এগিয়ে হয়েছেন ১৩ নম্বর। তার সতীর্থ জানিথ লিয়ানাগে ১৩ ধাপ লাফিয়ে এখন ২৯তম। শ্রীলঙ্কার দুই পেসার আসিথা ফার্নান্দো ও দিলশান মাদুশাঙ্কাও তাদের অবস্থান উন্নত করেছেন। ফার্নান্দো এখন ৩১তম, মাদুশাঙ্কা ৫২তম স্থানে।
বোলিং র্যাংকিংয়ে দক্ষিণ আফ্রিকার স্পিনার কেশব মহারাজ নিজের শীর্ষস্থান আরও মজবুত করেছেন। ইংল্যান্ডের বিপক্ষে চার উইকেট শিকারের পর তার রেটিং পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬৯০। তার সতীর্থ লুঙ্গি এনগিডি ৫ ধাপ এগিয়ে এখন ২৩তম স্থানে, আর ইংল্যান্ডের জফরা আর্চার ১৯তম স্থানে উঠেছেন।
ওয়ানডে র্যাংকিংয়ে কিছুটা পিছিয়ে গেলেও টি-টোয়েন্টি অলরাউন্ডার তালিকায় আফগানিস্তানের মোহাম্মদ নবি উন্নতি করে এখন দ্বিতীয় স্থানে। একই দলে থাকা ইব্রাহিম জাদরান টি-টোয়েন্টি ব্যাটিংয়ে ১২ ধাপ এগিয়ে এখন ২০তম স্থানে। পাকিস্তানের উদীয়মান স্পিনার সুফিয়ান মুকীম টি-টোয়েন্টি বোলিং র্যাংকিংয়ে ১১ ধাপ লাফিয়ে উঠে এসেছেন ২২তম স্থানে।
বিডি প্রতিদিন/মুসা
 
                         
                                     
                                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        