বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহযোগিতায় বগুড়ার শিবগঞ্জ উপজেলার বিহারহাট দাখিল মাদরাসায় নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। গতকাল দুপুরে ভবনটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন উপজেলা বিএনপির সভাপতি ও বিআরটিসির পরিচালক মীর শাহে আলম। তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহযোগিতায় প্রতিষ্ঠানের নতুন ভবনের জন্য ১ কোটি ২৫ লাখ টাকা বরাদ্দ পেয়েছে।