বলিউডের কালজয়ী সিনেমা ‘চালবাজ’ এবার নতুন করে তৈরি হচ্ছে। ১৯৮৯ সালে মুক্তিপ্রাপ্ত এই ছবিতে দ্বৈত চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করেছিলেন প্রয়াত নায়িকা শ্রীদেবী। সেই ছবির রিমেকে এবার অভিনয়ের প্রস্তাব পেয়েছেন তার মেয়ে জাহ্নবী কাপুর।
ছবির পরিচালক ও প্রযোজকেরা ইতিমধ্যে জাহ্নবীর সঙ্গে প্রাথমিক আলোচনা করেছেন বলে জানা গেছে। তবে তিনি এখনও চূড়ান্ত সিদ্ধান্ত জানাননি। বলিউড সূত্র বলছে, চলতি মাস সেপ্টেম্বরের মধ্যেই বিষয়টি পরিষ্কার হবে।
‘চালবাজ’ সিনেমায় শ্রীদেবীর অভিনীত দুই বোনের চরিত্র ছিল অত্যন্ত জনপ্রিয়। ছবিটি আজও ভক্তদের কাছে সমানভাবে স্মরণীয়। তাই রিমেক ভার্সনে জাহ্নবীর অংশগ্রহণকে বলিউডে এক বিশেষ উত্তরাধিকারী মুহূর্ত হিসেবে বিবেচনা করা হচ্ছে।
এদিকে, শ্রীদেবীর ছোট মেয়ে খুশি কাপুর তার বাবার প্রযোজনায় নির্মিত হচ্ছে ‘মম’ সিনেমার সিক্যুয়েলে অভিনয় করবেন। ফলে বলিউডে কাপুর পরিবারের নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে বলেই মনে করছেন চলচ্চিত্রবোদ্ধারা।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ