পিরোজপুরে বিএনপির কমিটি গঠন নিয়ে কোন্দল থামছেই না। মাঠপর্যায়ের ত্যাগী নেতা-কর্মীদের অভিযোগ হলো- টাকার বিনিময়ে আওয়ামী লীগের নেতা-কর্মী ও দাগি সন্ত্রাসীদের দলে ঢোকানো হচ্ছে। দলের কেন্দ্রীয় বন ও পরিবেশবিষয়ক সহসম্পাদক কাজী রওনাকুল ইসলাম টিপু এ কাজটি সরাসরি করছেন বলে স্থানীয় নেতা-কর্মীরা অভিযোগ করেন। দলের বিরুদ্ধে তার এ ধরনের অনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদে কাউন্সিলে হট্টগোল, ব্যালট ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনার পর নির্বাচনের ফলাফল স্থগিত রয়েছে। মঙ্গলবার রাতে শহরের শিল্পকলা একাডেমিতে এ ঘটনা ঘটে। এ বিষয়ে পিরোজপুরে কাউন্সিল প্রস্তুতি কমিটির আহ্বায়ক এবং কেন্দ্রীয় বন ও পরিবেশ বিষয়ক সহ-সম্পাদক কাজী রওনাকুল ইসলাম টিপু জানান, দলীয় নেতাদের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রবিউল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগে সামান্য হট্টগোল ও হাতাহাতির ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।