ঢাকায় সফররত মার্কিন পর্যবেক্ষক সংস্থা ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের (আইআরআই) প্রতিনিধিদল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও জাতীয় পার্টির নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। গতকাল রাজধানীর একটি হোটেলে পৃথকভাবে এ দুই দলের নেতাদের সঙ্গে বৈঠক করেন তারা। এসব বৈঠকে আগামী জাতীয় সংসদ নির্বাচন, বাংলাদেশের চলমান রাজনৈতিক ও মানবাধিকার পরিস্থিতি এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণ নিয়ে আলোচনা হয়। এসব বৈঠকে আইআরআই প্রতিনিধিদলের নেতৃত্ব দেন সংস্থাটির বোর্ড সদস্য ক্রিস্টোফার ফাসনার এবং সেন্টার ফর এ নিউ আমেরিকান সিকিউরিটির ইন্দো-প্যাসিফিক সিকিউরিটি প্রোগ্রামের সিনিয়র ফেলো লিসা কার্টিস। এ ছাড়াও বৈঠকে উপস্থিত ছিলেন আইআরআই-এর কারিগরি বিশেষজ্ঞ জেসিকা কিগান, আবাসিক প্রোগ্রাম ডিরেক্টর স্টিভ সিমা, প্রোগ্রাম ডিরেক্টর জেমি স্পাইকারম্যান, প্রচারণা ও পরামর্শদাতা জন ফ্লুহার্টি, পরামর্শক ডারিন বিয়েলেকি, অমিতাভ ঘোষ, সাইদা মুশরেফা জাহান। গতকাল সকালে প্রথমে জাতীয় পার্টির নেতাদের সঙ্গে বৈঠক করেন আইআরআই প্রতিনিধিদল। বৈঠকে জাতীয় পার্টির নেতৃত্ব দেন দলটির চেয়ারম্যান সাবেক পররাষ্ট্রমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির মহাসচিব সাবেক মন্ত্রী এ বি এম রুহুল আমিন হাওলাদার, নির্বাহী চেয়ারম্যান অ্যাডভোকেট মুজিবুল হক চুন্নু ও চেয়ারম্যানের আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত ও প্রেসিডিয়াম সদস্য মাশরুর মওলা। বৈঠকে জাতীয় পার্টির নেতারা দলের কর্মীদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার, বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা প্রত্যাহার, নির্বিঘ্নে সভা-সমাবেশ করার সুযোগ দান ও জাতীয় নির্বাচনের আগে প্রশাসনকে দলীয়মুক্ত করার ব্যাপারে আলোচনা করেন।
বৈঠকের বিষয়ে মাসরুর মাওলা বলেন, আইআরআই প্রতিনিধিদলের প্রধান আমাদের পার্টির চেয়ারম্যানের কাছে জানতে চেয়েছেন, জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহণ করবে কি না? জবাবে পার্টির চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ বলেন, জাতীয় পার্টি নির্বাচনমুখী দল। সবসময় নির্বাচনে অংশগ্রহণ করতে প্রস্তুত। তবে বর্তমানে দেশে নির্বাচনের স্থিতিশীল পরিবেশ দৃশ্যমান হয়নি। জাতীয় পার্টির অনেক নেতার বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। সরকার এখনো সেগুলো প্রত্যাহার করেনি। এ ছাড়া অনেকের বিরুদ্ধে বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। পাশাপাশি প্রশাসনে এখনো দলীয় প্রভাব রয়েছে। এ ছাড়া জাতীয় পার্টি এখনো উন্মুক্ত পরিবেশে সভা সমাবেশ করতে পারছে না। জাতীয় নির্বাচনের আগে এসব সমস্যার সুরাহা দরকার।
পরে দুপুরে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি নেতাদের সঙ্গে বৈঠকে বসে আইআরআই প্রতিনিধিদল। বৈঠক শেষে এনসিপির যুগ্ম আহ্বায়ক ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সুলতান মোহাম্মদ জাকারিয়া বলেন, বৈঠকে আগামী নির্বাচন নিয়ে বিশদ আলোচনা হয়েছে। এর মধ্যে আগামী নির্বাচনের প্রক্রিয়া, মাঠপর্যায়ের নিরপেক্ষতা এবং নির্বাচন কমিশনের নিরপেক্ষতার বিষয়টি উঠে আসে। তিনি আরও বলেন, প্রতীক নিয়ে নির্বাচন কমিশনের আচরণে এনসিপি সন্তুষ্ট নয়। তবে, এনসিপি আইআরআই প্রতিনিধিদলের কাছে আশা ব্যক্ত করেছে যে, আলোচনার মাধ্যমে এ বিষয়টি সমাধান করা সম্ভব। এর আগে, গত সোমবার ঢাকা সফরে আসে আইআরআই প্রতিনিধিদল। সফরের দ্বিতীয় দিন মঙ্গলবার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন তারা। পরে বিএনপি ও গণঅধিকার পরিষদের নেতাদের সঙ্গে বৈঠক করেন।
নির্বাচন কমিশনে সাক্ষাৎ : ত্রয়োদশ জাতীয় নির্বাচন পর্যবেক্ষণের প্রস্তুতির অংশ হিসেবে যুক্তরাষ্ট্র ভিত্তিক ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের (আইআরআই), সেন্টার ফর এ নিউ আমেরিকান সিকিউরিটির (সিএনএএস) ও ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট (এনডিআই)-এর একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল নির্বাচন কমিশনে (ইসি) সৌজন্য সাক্ষাৎ করেছে। গতকাল আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আট সদস্যের প্রতিনিধিদল ইলেকশন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহর সঙ্গে বৈঠক করেন। এ সময় ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ উপস্থিত ছিলেন।