রাজধানীর মালিবাগে সোহাগ পরিবহনের কাউন্টারে প্রকাশ্যে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে অপারেশন ম্যানেজার আলী আহসান পলাশকে (৫৫)।
গতরাত ১২টার দিকে কাউন্টারের পেছনে এ ঘটনা ঘটে। আহত পলাশ সম্পর্কে সোহাগ পরিবহনের মালিক ফারুক তালুকদার সোহেলের ছোট ভাই।
সোহাগ কাউন্টারের কর্মকর্তা আহসান আহমেদ জানান, রাত প্রায় ১২টার দিকে হঠাৎই ৭–৮ জন অজ্ঞাতনামা দুর্বৃত্ত হামলা চালায়। তারা প্রথমে পলাশকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। এরপর কাউন্টারের ভেতরে ঢুকে ভাঙচুর চালিয়ে দ্রুত পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় পলাশকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে রমনা বিভাগের আগের উপ-কমিশনার (ডিসি) মাসুদ আহমেদ বাংলাদেশ প্রতিদিনকে বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। হামলাকারীদের শনাক্তের চেষ্টা চলছে।
বিডি প্রতিদিন/নাজিম