ব্যর্থতার বৃত্ত থেকে বেরই হতে পারছে না লিভারপুল। একের পর এক পরাজয়ের ধাক্কায় উল্টো জর্জরিত অবস্থায় পড়ে যাচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগের গত মৌসুমের চ্যাম্পিয়নরা। শনিবার রাতে ব্রেন্টফোর্ডের বিপক্ষে ৩-২ গোলে হেরেছে লিভারপুল। প্রিমিয়ার লিগে এ নিয়ে টানা ৪ ম্যাচ হারল তারা। তবে চার হারের মধ্যে এই ম্যাচের পারফরম্যান্সকে ‘সবচেয়ে বাজে’ বলে মন্তব্য করেছেন লিভারপুল কোচ আর্নে স্লট।
প্রতিপক্ষের মাঠে হারের পর লিভারপুল কোচ স্লট বলেছেন, ‘চার হারের মধ্যে আমার মতে এটাই সবচেয়ে বাজে। প্রথমার্ধে এবং দ্বিতীয়ার্ধের কিছু সময় আমরা স্বাভাবিক কাজগুলোই ঠিকঠাক করতে পারিনি। আমার মনে হয় তারা আমাদের চেয়ে বেশি ডুয়েল জিতেছে।’
টানা চার হারে লিভারপুল এখন নেমে গেছে পয়েন্ট তালিকার ছয় নম্বরে। ৯ ম্যাচে তাদের পয়েন্ট ১৫। শীর্ষে থাকা আর্সেনালের পয়েন্ট ৮ ম্যাচে ১৯।
লিভারপুল এখন প্রিমিয়ার লিগ ইতিহাসের চতুর্থ বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে টানা চার ম্যাচে হারের স্বাদ পেল। এর আগে ২০১৬-১৭ মৌসুমে লেস্টার সিটি টানা পাঁচ, ২০২০-২১ মৌসুমে লিভারপুল টানা চার এবং গত মৌসুমে ম্যানচেস্টার সিটি টানা চার ম্যাচে হেরেছিল। অর্থাৎ ইতিহাসে চারবার এই ঘটনা ঘটলেও দুবারই এর শিকার হয়েছে লিভারপুল।
বিডি প্রতিদিন/নাজিম