মোটরসাইকেলে সুকৌশলে ইয়াবা নিয়ে বরিশালে আসার পথে দুর্ঘটনায় এক মাদক পাচারকারী নিহত হয়েছে। ইয়াবা লুকিয়ে রাখা দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলসহ আরেক মাদক পাচারকারীকে আটক করেছে বরিশাল মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল।
বুধবার দিবাগত রাতে এ অভিযান পরিচালনা করা হয় বলে ডিবির পরিদর্শক সগীর হোসেন জানিয়েছেন। নিহত মাদক পাচারকারী কেএম মশিউর রহমান অরিন বাবু নলছিটির বাসিন্দা মোস্তাফিজুর রহমানের ছেল। আটক ফারদিন মিয়া (২৩) নগরীর হযরত কালুশাহ সড়কের বাসিন্দা লাল মিয়ার ছেলে। সে বরিশাল বিএম কলেজে বাংলা বিভাগের শিক্ষার্থী।
আটক ফারদিন মিয়ার বরাতে ডিবি পরিদর্শক সগীর হোসেন জানান, সাতদিন পূর্বে নিহত অরিন বাবু ও ফারদিন কক্সবাজার যায়। সেখান থেকে ইয়াবা নিয়ে বরিশালের উদ্দেশ্য রওনা দেয় তারা। গোপন খবরের মাধ্যমে জানতে বিষয়টি জেনে তাদের আটক করার প্রস্তুতি নেয়া হয়। কিন্তু পথিমধ্যে মাদারীপুরের শিবচর এলাকায় দুর্ঘটনা কবলিত হয় সুকৌশলে ইয়াবা লুকিয়ে রাখা মোটর সাইকেলটি। এতে ঘটনাস্থলে মারা গেছেন মোটরসাইকেল চালক পাচারকারী অরিন বাবু।
পরে অপর পাচারকারী ফারদিন নিহত বাবুর লাশ এম্বুলেন্সে ও ইয়াবা লুকানো মোটরসাইকেলসহ নিজেরটি পিকআপে নিয়ে রওনা হয়। পিকআপটি নগরীর ২৯ নম্বর ওয়ার্ড বাঘিয়া মসজিদের সামনে পৌঁছাল আটক করা হয়। পরে তল্লাশি করে মোটর সাইকেলে সুকৌশলে লুকানো ৩১৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। আটক করা হয়েছে পাচারকারী ফারদিন মিয়াকে। এ ঘটনায় ডিবি পুলিশ বাদী হয়ে এয়ারপোর্ট থানায় মামলা করবে। মামলায় একমাত্র ফারদিনকে আসামি করা হবে। অরিন বাবু মারা যাওয়ায় তাকে আসামি করা হবে না।
বিডি প্রতিদিন/নাজমুল