রংপুরের তিস্তা নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজের ৩০ ঘণ্টা পর মেহেদী হাসান মুহিত নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।
বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গঙ্গাচড়া উপজেলার লহ্মীটারী ইউনিয়নের কেল্লারপাড়া এলাকায় তিস্তা নদী থেকে লাশটি উদ্ধার করে স্থানীয়রা। পরে পুলিশের মাধ্যমে মুহিতের লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
লহ্মীটারী ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আলহাদী জানান, মঙ্গলবার তিস্তা নদীতে মুহিত নিখোঁজের পর থেকে ফায়ারসার্ভিসের ডুবরিসহ স্থানীয়রা তার লাশ উদ্ধারের চেষ্টা চালায়। তিস্তা নদীতে স্রোতের কারণে লাশটি কোলকোন্দ ইউনিয়নের বিনবিনার চর থেকে ভেসে লহ্মীটারীইউনিয়নে চলে আসে। স্থানীয়রা লাশটিকে উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেন।
উল্লেখ্য, লালমনিরহাট জেলার কালিগঞ্জ তুষভান্ডার কাশিরাম এলাকার আশরাফ উল আমিনহেলাল মাস্টারের ছেলে মুহিত তার বন্ধুদের নিয়ে মঙ্গলবার সকালে তিস্তা নদীতে মাছধরতে আসেন। মাছ ধরার এক পর্যায়ে দুপুর ১টার দিকে গঙ্গাচড়া উপজেলার কোলকোন্দ ইউনিয়নের বিনবিনার চর এলাকার নদীতে তিনি পানিতে তলিয়ে যান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি ও স্থানীয়রা তিস্তা নদী থেকে মুহিতকে উদ্ধারে চেষ্টা চালায়।
বিডি প্রতিদিন/নাজিম