চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণের জন্য অনলাইনে আবেদন করার সময়সীমা আজ বৃহস্পতিবার (২৩ অক্টোবর) শেষ হচ্ছে। এ আবেদন প্রক্রিয়া শুরু হয়েছিল গত ১৭ অক্টোবর থেকে।
ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবিরের সই করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পুনঃনিরীক্ষণের আবেদন শুধুমাত্র অনলাইনে গ্রহণ করা হবে। কোনো শিক্ষা বোর্ড বা শিক্ষা মন্ত্রণালয় সরাসরি আবেদন গ্রহণ করবে না।
শুধুমাত্র (https://rescrutiny.eduboardresults.gov.bd) এই ওয়েবসাইট থেকে আবেদন করা যাবে। আবেদন প্রক্রিয়া সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে দেওয়া আছে।
ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার জানিয়েছেন, ফল প্রকাশের তারিখ থেকে ৩০ দিনের মধ্যে পুনঃনিরীক্ষণের ফল প্রকাশের নিয়ম রয়েছে। সেই অনুযায়ী আগামী ১৬ নভেম্বরের মধ্যেই ফলাফল প্রকাশের সম্ভাবনা রয়েছে। যাদের ফল পরিবর্তন হবে, তাদের মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে জানানো হবে এবং সংশোধিত ফলাফল শিক্ষা বোর্ডের ওয়েবসাইটেও প্রকাশ করা হবে।
এর আগে, গত ১৬ অক্টোবর সকাল ১০টায় দেশের সব শিক্ষা বোর্ডে একযোগে ২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়।
বিডি প্রতিদিন/এমআই