যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক সংস্থা অ্যাসোসিয়েশন টু অ্যাডভান্স কলেজিয়েট স্কুলস অব বিজনেস’র (এএসিএসবি) রিজিওনাল নেটওয়ার্ক ভার্চুয়াল অ্যাম্বাসেডর নিযুক্ত হয়েছেন ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটির স্কুল অফ বিজনেস অ্যান্ড অন্ট্রপ্রনারশিপের (এসবিই) জেনারেল ম্যানেজমেন্ট বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. মামুন হাবিব।
অধ্যাপক ড. মো. মামুন হাবিবের রয়েছে ২৫০টির বেশি পাবলিকেশন এবং প্রায় ৩ হাজার ৭০০ সাইটেশন। বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হিসেবে তিনি এই দায়িত্ব পেয়েছেন। তিনি এএসিএসবির আঞ্চলিক নেটওয়ার্কে কাজ করবেন এবং সদস্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে যোগাযোগ, সহযোগিতা ও পেশাগত শিক্ষার সুযোগ বৃদ্ধিতে ভূমিকা রাখবেন। এএসিএসবি ইন্টারন্যাশনালের মেম্বারশিপ কমিউনিটি ম্যানেজার ব্রিটানি মেরিকল গত ২৪ সেপ্টেম্বর ২০২৫ অধ্যাপক হাবিবের নিয়োগের ঘোষণা দেন।
বিশ্বের বিভিন্ন দেশের ব্যবসা শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে পারস্পরিক যোগাযোগ, অ্যাকাডেমিক সহযোগিতা ও তথ্য বিনিময় জোরদার করতে কাজ করে এএসিএসবি। আইইউবির স্কুল অব বিজনেস অ্যান্ড অন্ট্রপ্রনারশিপ (এসবিই) ২০১৫ সাল থেকে এএসিএসবি’র সদস্য। ব্যবসা শিক্ষা ও গবেষণায় আন্তর্জাতিক মান নিশ্চিতে আইইউবির প্রচেষ্টার একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি এএসিএসবি’র সদস্যপদ।
বিডি-প্রতিদিন/তানিয়া