মাদারীপুরের শিবচরে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের তিনজন আহত হয়েছেন। সোমবার (২০ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার উমেদপুর ইউনিয়নের কুমেরপাড় সানকিরছর এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, লাকী বেগম (৪৮), আজাদ মীর (৩১) ও নুসরাত আক্তার (১১)।
স্থানীয় সূত্রে জানা গেছে, উমেদপুর ইউনিয়নের আজাদ মীরের সঙ্গে একই এলাকার বিপ্লব হাওলাদার ও বাঁধন হাওলাদারের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। এরই জেরে সোমবার সন্ধ্যায় বিপ্লব ও বাঁধন তাদের সহযোগীদের নিয়ে আজাদ মীরের পরিবারের ওপর হামলা চালায়।
এ সময় লাকী বেগমকে দেশীয় অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে গুরুতর জখম করা হয়। তিনি মাটিতে লুটিয়ে পড়লে হামলাকারীরা এলোপাতাড়ি পিটিয়ে ও কুপিয়ে আহত করে। আজাদ মীর নুসরাত এগিয়ে এলে তাকেও মারধর করা হয়।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। হামলায় লাকী, আজাদ ও নুসরাত আক্তার গুরুতর অবস্থায় বর্তমানে চিকিৎসাধীন আছেন।
এ ঘটনায় আহতের পরিবারের সদস্য আছিয়া আক্তার বাদী হয়ে শিবচর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এ ব্যাপারে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম বলেন, এই ঘটনা একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগের ভিত্তিতে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব।
বিডি-প্রতিদিন/তানিয়া