ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। মডেলিংয়ের মাধ্যমে কর্মজীবন শুরু করলেও অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন তিনি। অভিনয়ের পাশপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সরব থাকেন তিশা।
সম্প্রতি এক অনুষ্ঠানে এই অভিনেত্রী সিনেমা অভিনয় করা নিয়ে বলেন, আমার দর্শকরা যেটা চায়, আমিও সেটা চাই। আমি সবসময় অপেক্ষা করেছি খুব ভালো বাজেটের কাজের। চেষ্টা করি, বেছে বেছে কোয়ালিটি সম্পন্ন কাজগুলোর সঙ্গে থাকার। এছাড়া খুব তাড়াতাড়ি আমাকে সিনেমায় দেখা যাবে।
তিশা বলেন, আমার দর্শকদের জন্যই আজকে আমি এই অবস্থানে। আমি বিশ্বাস করি, আমার জেনুইন কিছু দর্শক আছে। তাদের জন্যই আমার সবকিছু। সবার কাছে আমি কৃতজ্ঞ সবসময় আমাকে এত ভালোবাসা ও সাপোর্ট দেওয়ার জন্য।
এসময় নিজের মায়ের সম্মাননা পুরস্কার পাওয়া নিয়ে তিশা আরও বলেন, এটা আমার কাছে পৃথিবীর সবচেয়ে লাভলী একটা মুহূর্ত। আমার মা দ্বিতীয়বার আদর্শ মা হিসেবে অ্যাওয়ার্ড পেয়েছেন। এটা একজন সন্তান হিসেবে আমার জন্য গর্বের।
বিডি-প্রতিদিন/শআ