বিচ্ছেদের এক বছর পর সাবেক স্বামী ভরত তখতানী ও তার পরিবারের বিষয়ে খোলামেলা কথা বললেন এষা দেওল। নিজের আত্মজীবনীমূলক বই ‘আম্মা মিয়া’-তে তিনি বিয়ের পর সাংস্কৃতিক ধাক্কা খাওয়ার অভিজ্ঞতার কথা উল্লেখ করেছিলেন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে এষা জানান, তখতানী পরিবার তাকে যথেষ্ট ভালোবাসা দিয়েছিল। বিশেষ করে শাশুড়ি কখনও তাকে রান্নাঘরে যেতে বাধ্য করেননি। তবে এত স্নেহের মাঝেও সাংস্কৃতিক পার্থক্য সংসারে প্রভাব ফেলেছিল। শেষ পর্যন্ত ২০২৩ সালে ইতি টানেন ১১ বছরের দাম্পত্য জীবনে।
বর্তমানে দুই মেয়েকে নিয়েই সময় কাটাচ্ছেন এষা। তিনি বলেন, আমার দুই মেয়েই এখন আমার পৃথিবী। আমি চাই তারা সুস্থ ও স্বাভাবিকভাবে বড় হোক। অন্যদিকে, ভরত তখতানীও নতুন সম্পর্কে এগিয়ে গেছেন বলে জানা গেছে।
এ প্রসঙ্গে বলিউড বিশ্লেষকেরা মনে করছেন, সম্পর্ক ভাঙলেও ভরত ও এষা দুই পরিবারেই সম্মান ও সৌহার্দ্য বজায় আছে, যা এক ধরনের ইতিবাচক দৃষ্টান্ত।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ