কানাডার ব্র্যাম্পটনে অবস্থিত ভারতীয় কমেডিয়ান কপিল শর্মার মালিকানাধীন ‘ক্যাপস ক্যাফে’-তে বন্দুকধারীদের গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। শুক্রবার (১১ জুলাই) রাত ১১টার দিকে মুখোশধারী দুষ্কৃতীরা গাড়ি থেকে গুলি ছোড়ে।
এই ঘটনার দায় স্বীকার করেছে খালিস্তানি জঙ্গি সংগঠনের নেতা হরজিং সিং লাড্ডি। তিনি সামাজিক মাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় বলেন, “সাম্প্রতিক কিছু মন্তব্যের জন্য কপিল শর্মাকে সাবধান করতেই এই হামলা চালানো হয়েছে। এটি ছিল সতর্কবার্তা।”
ব্র্যাম্পটন পুলিশ জানায়, বহুতল ভবনের নিচতলায় অবস্থিত কপিলের ক্যাফের সামনে গাড়ি থামিয়ে দুর্বৃত্তরা বসা অবস্থাতেই গুলি চালায়। প্রকাশিত সিসিটিভি ফুটেজে তাদের অস্ত্র হাতে দেখা যায়। তবে ঘটনায় কেউ হতাহত হয়নি, কিন্তু এলাকায় চরম আতঙ্ক ছড়িয়েছে।
তদন্তকারী কর্মকর্তারা জানিয়েছেন, হামলাকারীদের আসল লক্ষ্য ক্যাফে ছিল কিনা তা এখনো নিশ্চিত নয়। তবে হামলার দায় স্বীকার করার পর বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। অভিযুক্তদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে।
এই ঘটনার পর কপিল শর্মার টিম থেকে এক বিবৃতিতে বলা হয়, “আমরা চেয়েছিলাম এই ক্যাফে হয়ে উঠুক উষ্ণ আড্ডার মিলনমেলা। কিন্তু এমন হিংসামূলক ঘটনায় আমরা খুবই মর্মাহত। তবুও আমরা হাল ছাড়ছি না।”
বলিউডের অন্যতম জনপ্রিয় কমেডিয়ান কপিল শর্মা সম্প্রতি ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-এর মাধ্যমে আবারও আলোচনায় আসেন। একই সঙ্গে হিন্দি সিনেমাতেও তার পারফরম্যান্স প্রশংসিত হয়েছে। বিদেশে নিজের ব্যবসায়িক উদ্যোগ হিসেবে তিনি কানাডায় চালু করেন ‘ক্যাপস ক্যাফে’।
এ হামলার ঘটনায় তার অসংখ্য অনুরাগী উদ্বেগ প্রকাশ করেছেন।
বিডি প্রতিদিন/আশিক